Bhairab Ganguly College

Bhairab Ganguly College

  • Reaccredited
    NAAC Grade A+
  • Affiliated to
    W.B. State Univ.
  • Govt.
    Aided
  • AISHE Code
    C-43363.

Message from Principal

From the desk of the Principal



Principal বা অধ্যক্ষ – এটা একটা ভীষণ সম্মানজনক পদ বলেই আমরা শুনেছি। তাই আজ যখন এই পদটায় আমাকে মনোনীত করা হয়েছে, তখন এই ‘পদ’ সম্পর্কে আমার যে ধারণা আছে তাই আপনাদের কাছে তুলে ধরলাম।

আমার মনে হয়ে, যাঁরা যে পদেই থাকি না কেন – আমরা যেন প্রতি পদে পদে – প্রতিটি পদকেই শ্রদ্ধা – সম্মান, বিশ্বাস, প্রীতি, ,সমানুভুতি সাহাযোগিতা ও কর্ম দিয়ে বরণ করে নিতে পারি – তবেই মনে হয় এই জাগতিক পদ গুলি – ক্রমে পারমার্থিক পদে উন্নীত হবে। তবে এই অবস্থায় নিজেকে রাখার জন্য আপনাদের দেওয়া শিক্ষাটাই মনে হয় বিশেষভাবে অনুশীলন করা প্রয়োজন ।

নিজের প্রতিটি কর্ম, ভাব, নীতি ও বিচার যদি ঠিক থাকে, আমরা একে অপরকে শ্রদ্ধা করতে শিখব।

প্রতিটি মানুষকেই যদি নিজের আত্মজ বলে দেখতে পারি তবেই নিজের সম-মান দিতে পারব।

নিজে যদি প্রতিটি অবস্থার বিশ্বাস রক্ষা করতে পারি অর্থাৎ স্বচ্ছ হতে পারি তখন সকলকেই বিশ্বাস করতে পারব।

প্রতিটি অবস্থা যদি বিচার করে প্রসন্নতা লাভ করি তবে অবশ্যই আমাদের মধ্যে সকলের প্রতি প্রীতি আসবে।

যদি সকলের পরিস্থিতি নিজের বলে বিচার করতে পারি, তবে অবশ্যই আমাদের সমানুভুতি আসবে।

যদি প্ৰতিজন কর্মীকে আমার অঙ্গ বলে মনে করতে পারি, তবে অবশ্যই আমাদের সহযোগিতার ভাব আসবে।

আর যদি প্রতিটি কর্মই কর্তৃত্ব শূণ্য হয়ে করতে পারি, অবশ্যই আমি একজন সৎকর্মীতে পরিণত হব ।

প্রফেসর (ড:) শুভ্রনীল সোম
অধ্যক্ষ
ভৈরব গাঙ্গুলি কলেজ


Principal – is a very respectable position as we all know. So today when I have been vested with this rank I take this opportunity to express my ideas about this position.

I feel that no matter whichever rank or position each one of us belong to, we must always be able to revere every person’s dignity with respect, regards, trust, joy, empathy, cooperation and with our deeds / action. I feel only then will these worldly ranks be elevated to spiritual perspectives. If our actions, principles, judgements, and feelings be correct, then of course we will learn to respect each other. And to uphold this position, the teachings given by you must be exercised repeatedly.

If we can see every human being as our own soul form, only then can we give him/her the due respect.

If I can retain the trust of everything which means crystal transparency, I will be able to trust everybody.

If we can receive satisfaction/ pleasure with proper judgement of every situation then surely, we will feel the joy and oneness for everybody.

If we can judge each- others’ conditions as our very own then readily we will feel the empathy for everyone.

If I can think every colleague as my essential organ, then of course we will have a cooperative mentality.

And if I can perform every work void of the sense of ego, I will surely be transformed into an honest employee.

 

Prof. (Dr.) Subhranil Som
Principal
Bhairab Ganguly College


 

Contacts:

Google Map Feeder Road, Belghoria,
Kolkata 700056, W.B, India
Admission Helpline: 6289259609 (WhatsApp & Calling)

Facebook
Twitter
Instagram
 

.:



Apparent:
Humidity: %